USER REGISTRATION FORM

ল পার্ক ব্লগে আপনাকে স্বাগতম! আমাদের সাথে যোগ দিতে নিচের ফরমটি পূরণ করুন!!


ল পার্ক ব্লগ ব্যবহারের শর্তাবলী :
ব্লগ বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশের একটি খোলা জায়গা। নিজে জানা এবং অন্যকে জানানোর জন্য ভাল একটি মাধ্যম এটি। ল পার্ক ব্লগ আইন সম্পর্কিত একটি ব্লগ। স্বাভাবিকভাবেই তাই এখানে আইন বিষয়ক আর্টিকেল লিখতে হবে। আইনের সাথে সম্পর্কিত নানা বিষয় নিয়ে আপনি এখানে লিখতে পারেন। আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্ট বা মন্তব্যের ক্ষেত্রে সবসময় ইতিবাচক থাকুন। আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা,লেখক ও পাঠক তথা গোটা সমাজের পরিবেশের মঙ্গলের জন্যই। আপনার লেখায় অন্য কারো লেখা বা বই (তা সে বিখ্যাত বা অখ্যাত যাই হোক) থেকে উদ্ধৃতি আসতেই পারে।সেক্ষেত্রে পরিস্কারভাবে তা উল্লেখ করুন। কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)।