আমরা যারা
আইনপেশার সাথে
জড়িত
তারা
উপলব্ধি করতে
পারি
যে,
মামলা
বা
কোন
দরখাস্ত লেখার
ক্ষেত্রে ফরম্যাট বা
নমুনা
কতটা
গুরুত্বপুর্ণ। আমরা ফরম্যাট ঠিক
রেখে
যার
যার
পারদর্শিতা অনুযায়ী কোন
একটি
মামলার
আরজি
বা
পিটিশন
খু্বই
তাৎপর্যপূর্ণ করে
তুলতে
পারি। অনেক
সময়
প্রয়োজনীয় ফরম্যাটের অভাবে
আমরা
ভাল
ড্রাফট
করতে
পারিনা। এজন্যই
আমাদের
এই
ক্ষুদ্র আয়োজন। নিচে
গুরুত্বপূর্ণ কিছু
মামলার
ফরম্যাট দেয়া
হলো।
রীট মামলাঃ
আমরা যার
মহামান্য হাইকোর্ট বিভাগে
প্র্যাকটিস করি
তাদের
জন্য
রীট
মামলা
মুসাবিদা একটি
অপরিহার্য্য বিষয়।
রীট
মামলার
ড্রাফট
পেতে এখানে ক্লিক করুন।
আরো
কিছু রীটের নমুনা দেখুনঃ
রীট মামলায় পক্ষভুক্তির আবেদন:
অনেক
সময় আমাদের বিভিন্ন কারণে রীট মামলায় পক্ষভুক্তির আবেদন করতে হয়। রীট মামলায়
পক্ষভুক্তির আবেদন এখানে পাবেন।
সি.আর মামলাঃ
চেক
ডিজঅনার হলে দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এ্যাক্টের ১৩৮ ধারা মতে সি.আর মামলা
দায়ের করতে হয়। চেক ডিজঅনারের সি.আর মামলার নমুনা
পেতে এখানে ক্লিক করুন।
হাইকোর্টে ফৌজদারী রিভিশন:
মহামান্য হাইকোর্টে ফৌজদারী রিভিশন আপনার করা লাগতেই পারে। সেক্ষেত্রে এই নমুনাটি অনুসরণ করতে পারেন।এটা দেখুন। রায়ের বিরুদ্ধে রিভিশন।
মহামান্য হাইকোর্টে ফৌজদারী রিভিশন আপনার করা লাগতেই পারে। সেক্ষেত্রে এই নমুনাটি অনুসরণ করতে পারেন।এটা দেখুন। রায়ের বিরুদ্ধে রিভিশন।
দেওয়ানী রিভিশনঃ
নিম্ন আদালতের রায় ও আদেশের বিরুদ্দে মহামান্য হাইকোর্ট ডিভিশনে দেওয়ানী কার্য্যবিধির ধারা ১৫১ (১) অনুযায়ী দেওয়ানী রিভিশন দায়ের করতে হয়। দেওয়ানী রিভিশন এর নমুন পেতে এখানে ক্লিক করুন।
নিম্ন আদালতের রায় ও আদেশের বিরুদ্দে মহামান্য হাইকোর্ট ডিভিশনে দেওয়ানী কার্য্যবিধির ধারা ১৫১ (১) অনুযায়ী দেওয়ানী রিভিশন দায়ের করতে হয়। দেওয়ানী রিভিশন এর নমুন পেতে এখানে ক্লিক করুন।
তামাদি আইনের ৫ ধারায় দরখাস্তঃ
তামাদি আইনের ৫ ধারার দরখাস্ত অর্থ্যাৎ তামাদি মওকুফ চেয়ে দরখাস্ত করার নমুনা
পেতে এখানে ক্লিক করুন।
আইনগত নোটিশঃ আইনজীবীদেরকে মোয়াক্কেলের চাহিদা মাফিক বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আইনগত নোটিশ বা লিগ্যাল নোটিশ দিতে হয়। লিগ্যাল নোটিশের ফরম্যাট থাকাটা প্রত্যেক আইনজীবীর জন্য একটি অপরিহার্য্য বিষয়। লিগ্যাল নোটিশের নমুনা পাবেন এখানে।
আইনগত নোটিশঃ আইনজীবীদেরকে মোয়াক্কেলের চাহিদা মাফিক বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আইনগত নোটিশ বা লিগ্যাল নোটিশ দিতে হয়। লিগ্যাল নোটিশের ফরম্যাট থাকাটা প্রত্যেক আইনজীবীর জন্য একটি অপরিহার্য্য বিষয়। লিগ্যাল নোটিশের নমুনা পাবেন এখানে।